Alexa অনুমতি না পাওয়ায় মুসলিম ঐক্য পরিষদের সমাবেশ স্থগিত

অনুমতি না পাওয়ায় মুসলিম ঐক্য পরিষদের সমাবেশ স্থগিত

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০১ ২১ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশের অনুমতি না পাওয়ায় ভোলা সরকারি স্কুল মাঠে মুসলিম ঐক্য পরিষদের ডাকা সমাবেশ হচ্ছে না।

ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়া নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।

সোমবার দুপুরে মুসলিম ঐক্য পরিষদের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আমরা ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি জানাবো।

রোববার বোরহানউদ্দিন উপজেলা সদর ঈদগাহ মসজিদ চত্বরে ডাকা সমাবেশে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহত হন। ওই ঘটনায় ১০ পুলিশসহ দেড় শতাধিক আহত হন।

ডেইলি বাংলাদেশ/এআর