Alexa অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নেত্রকোনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:৫০ ২০ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ফ্রেমাং সাংমা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শনিবার বিকেলে লেঙ্গুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়।

ফ্রেমাং সাংমা উপজেলার লেঙ্গুরার ফুলবাড়ি গ্রামের মাইকেলের ছেলে।

৩১ ব্যাটালিয়ন বিজিবি লেঙ্গুরা সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. আবুল কাশেম জানান, সীমান্তে ১১৭১ নম্বর পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে চলে গেলে বিএসএফ ফ্রেমাং সাংমাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে বিজিবি-বিএসএফ ওইদিন বিকেলে এক পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ’র পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম