‘অনলাইন বুকিং’ দেখিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে
ভ্রমণ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:১৭ ২৯ ফেব্রুয়ারি ২০২০

অনলাইন বুকিং কপি দেখিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে। ছবি : সংগৃহীত
অনেকেই ঝামেলা এড়াতে অনলাইনে ট্রেনের টিকেট কাটেন। এরপর কাউন্টার থেকে পুনরায় উক্ত টিকিটের প্রিন্ট করে নেয়ার বাধ্যবাধকতা ছিল। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, এখন থেকে স্টেশন কাউন্টারে গিয়ে প্রিন্টের প্রয়োজন নেই, অনলাইন বুকিং কপি দেখিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে।
বাংলাদেশে রেলওয়ে (পশ্চিম) এর সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার শেখ আব্দুল জব্বার এক চিঠিতে গত ২৬ ফেব্রুয়ারি এ নির্দেশনা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে- অনলাইনে টিকেট সংগ্রহ করে সংশ্লিষ্ট যাত্রী নিজে ভ্রমণ করলে কাউন্টার থেকে ফের টিকিট নেয়ার বাধ্যবাধকতা নেই। রেল সংশ্লিষ্টদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
আগে অনলাইনে দিলেও যাত্রীদের লাইনে দাঁড়িয়ে পুনরায় টিকেট সংগ্রহ করতে হতো। এতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ঝক্কি পোহাতে হতো। নতুন পদ্ধতিতে আর কোনো ঝক্কি-ঝামেলা নেই। ট্রেনের টিকেট এখন নিতে পারবেন অনলাইনে। আন্তঃনগর সব ট্রেনের ৫০ শতাংশ টিকেট অ্যাপ, মোবাইল ও অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এনকে