Alexa অনলাইনে পণ্য অর্ডার করল বানর! 

অনলাইনে পণ্য অর্ডার করল বানর! 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩৭ ১৪ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনলাইনে মুদিপণ্য অর্ডার করে মালিককে চমকে দিয়েছে এক বানর। সম্প্রতি চীনে এই অদ্ভুদ ঘটনাটি ঘটে যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 

চীনের চ্যাংঝাউ শহরের ইয়ানচেং ওয়াইল্ড অ্যানিমেল ওয়ার্ল্ডে কাজ করেন এল ভি মেংমেং। তার পোষা বানরটিই কাজটি করেছে। 

স্থানীয় গণমাধ্যমকে মেংমেং বলেন, তিনি অনলাইনে মুদিপণ্য অর্ডার করতে যাচ্ছিলেন। তখন তিনি তার বানরকে ক্ষুধার্ত দেখে মোবাইল রেখে খাবার তৈরী করতে রান্নাঘরে চলে যান। 

ফিরে এসে দেখেন ততক্ষণে অনলাইনে অর্ডারটি করা হয়ে গেছে। কিছুটা অবাক হয়ে কাজটি কে করলো জানার জন্য তিনি তার ঘরের সিসিটিভি ফুটেজ দেখেন। তখন তিনি জানতে পারেন বানর তার মোবাইল ব্যবহার করে কাজটি করেছে। 

মেংমেং বলেন, তিনি আগে যখন অনলাইনে অর্ডার করতেন তার বানর তার পাশে থেকে এসব দেখতো। বানরটি তাকে নকল করেছে বলে তার ধারণা। 

এরপর সিসিটিভি ফুটেজটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। সেখান থেকেই ভিডিওটি ভাইরাল হয়। 

বানরটি সব প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করায় সেগুলো আর বাতিল করেনি মেংমেং।

ভিডিওটি দেখুন: সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি বাংলাদেশ/মাহাদী