Alexa অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে

অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:৪৬ ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০১:৪৬ ১১ সেপ্টেম্বর ২০১৯

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

মঙ্গলবার সকালে কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন।

ডেইলি বাংলাদেশ/আরএ