অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের মৃত্যুতে আইজিপির শোক
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৫৬ ২২ মে ২০২০ আপডেট: ২০:৫৮ ২২ মে ২০২০

তৌফিকুল আলম। ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমিত হয়ে অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার আইজিপি এক শোকবার্তায় বলেন, তৌফিকুল আলম ছিলেন একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক । মাঠ প্রশাসনে ব্যুৎপত্তি সম্পন্ন এ কর্মকর্তার মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান ও আদর্শ সেবককে হারালো। বিশেষ করে তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এর আগে শুক্রবার সকালে করোনায় সংক্রমিত হয়ে সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ডেইলি বাংলাদেশ/জেডআর