Alexa অটো ছিনতাইয়ের চেষ্টা, চালক ছুরিকাহত

অটো ছিনতাইয়ের চেষ্টা, চালক ছুরিকাহত

ফেনী প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২০ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ১৩:২৭ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে চালককে ছুরিকাহত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারী চক্র।বুধবার বিকেলে ফেনীর পুরাতন বিমান বন্দর সড়কের বরইয়া রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। 

আহত চালক জাকির হোসেনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউপির তারাকুচা গ্রামের বাসিন্দা। 

চালক জাকির হোসেন জানায়,  ফতেহপুর স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের দিকে  যাওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় তিনজন তাকে ধাওয়া করে। বরইয়া রাস্তার মাথা নামক স্থানে তার গতিরোধ করে। এ সময় ওই তিন ব্যক্তি তাকে ঝাপটে ধরে অটোরিকশার চাবি নেয়ার চেষ্টা করে। 

চাবি দিতে না চাইলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় অটোরিকশা চালিয়ে হাসপাতালের সামনে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ফেনী সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমকে