Alexa অটোর জন্য চালকের প্রাণ নিল ছিনতাইকারীরা

অটোর জন্য চালকের প্রাণ নিল ছিনতাইকারীরা

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১৩ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দা সড়কের পাশে হাত-পা বাঁধা এবং মাথায় ও মুখে টেপ পেচানো অবস্থায় এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জয়বাংলা কানফুরদী নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডের পাশে খাদের পানিতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহত কালাম ফকির নগরকান্দার চরযোশরদী ইউপির গজারিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে। 

কালাম ফকিরের ছেলে লিটন ফকির বলেন, শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেনি। খবর পেয়ে ফরিদপুর অতিরিক্ত এসপি জামাল পাশা, সিনিয়র সহকারী এসপি এফএম মহিউদ্দীন, থানার ওসি শেখ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন,  হাত-পা বাঁধা এবং মাথায় ও মুখে টেপ পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অটোবাইক ছিনতাইকারীরা তাকে খুন করে সড়কের পাশে ফেলে অটো নিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/জেএস