Alexa অটোরিকশার চাপায় প্রাণ গেল আট বছরের শিশুর

অটোরিকশার চাপায় প্রাণ গেল আট বছরের শিশুর

সুনামগঞ্জ প্রতিনিধি   ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:২৬ ২৫ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশার চাপায় শুক্রবার বিকেলে তামান্না বেগম নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে।

সে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউপির ফতেহপুর গ্রামের বজলু মিয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানা এলাকায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ফতেহপুর গ্রামের রাস্তায় দ্রুতগামী একটি অটোরিকশার নিচে চাপা পড়ে তামান্না বেগম।  এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ডেইলি বাংলাদেশ/এমকে