Alexa অটোর ইঞ্জিনে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

অটোর ইঞ্জিনে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৩ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:৫৪ ২৪ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাটে অটোর ইঞ্জিনের সঙ্গে চাদর পেঁচিয়ে ফাঁস লেগে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। কাজিরহাট থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শেফালী বেগম কাজীরহাট থানার কাজিরবাদ এলাকার জামাল খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি জয়নগর যাচ্ছিলেন শেফালী বেগম। পথে দীঘিরপাড় এলাকায় তার চাদর অটোর ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে ফাঁস লাগে। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর