Alexa অজয়ের কারণে এখনো ‘সিঙ্গেল’ টাবু

অজয়ের কারণে এখনো ‘সিঙ্গেল’ টাবু

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৫১ ২২ সেপ্টেম্বর ২০১৯  

অজয় দেবগণ এবং টাবু

অজয় দেবগণ এবং টাবু

বলিউড অভিনেত্রী টাবু। অনেক ছবিতে নিজের রুপের মুগ্ধতা ছড়িয়েছেন এই সুন্দরী। তবে খ্যাতনামা অভিনেত্রীর সিঙ্গেল থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। কেন আজও অবিবাহিত তিনি?

এ প্রশ্নের সহজ উত্তর টাবুর, আমার বিয়েই হল না অজয় দেবগণের জন্য। টাবু জানান, অজয় দেবগাণ আর তার যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।

তিনি আরো জানান, যৌবনের দিনগুলোতে টাবুর বোন সামীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই টাবুর সঙ্গে কথা বলতে চাইতো তাদের হঠিয়ে দিতো। আর এ কারণেই কোনো সম্পর্ক গড়ে উঠতে পারেনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস