Alexa অক্ষয়ের আবেদন!

অক্ষয়ের আবেদন!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:২৮ ৯ ডিসেম্বর ২০১৯  

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

লোকসভা নির্বাচনে ভোট না দেয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন বলিউডে খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। কানাডার পাসপোর্ট থাকায় তিনি ভোটদানের অধিকার পাননি। 

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেই পরিচিত অক্ষয়। দেশপ্রেম তার সব ছবিরই মূলমন্ত্র। অথচ এমন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ নেই! 

সেই বিতর্কে ইতি টানতে এবার ভারতীয় পাসপোর্টের আবেদন করেছেন অভিনেতা। বলেছেন, এক সময়ে আমার ১৪টি ছবি পরপর ফ্লপ করে। ভেবেছিলাম ক্যরিয়ার শেষ। কানাডায় আমার এক প্রিয় বন্ধু থাকে। ওর সঙ্গে নতুন কিছু শুরু করার কথা হয়েছিল। তাই কানাডার পাসপোর্ট করিয়েছিলাম। 

কিন্তু ১৫ নম্বর ছবি হিট করে। তারপর আর পিছন ফিরতে হয়নি। কানাডার পাসপোর্ট ফেরানোর কথা আমার মাথায় আসেনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস